১৫২ কিমি. গতিতে বল করা নিয়ে যা বললেন নাহিদ রানা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দ্রুততম পেস বোলার নাহিদ রানা। চাঁপাইনবাবগঞ্জের এই পেসার সবশেষ পাকিস্তান সফরে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন। বর্তমানে ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন রানা। এর মাঝেই ১৫২ কিলোমিটার গতিতে বল করার অভিজ্ঞতা জানালেন তিনি।

আজ (মঙ্গলবার) বিসিবির এক ভিডিও বার্তায় নাহিদ বলেন, ‘সত্যি কথা বলতে কাউকে অনুসরণ করা হয় না। বাংলাদেশের সব পেস বোলারকেই ভালো লাগে। কারণ টিভিতে তাদের খেলা দেখে বড় হয়েছি। যদিও আমি কারও মতো হতে চাই না। আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের।’

এরপর ১৫২ কিমি বেগে বল করা নিয়ে নাহিদ বলেন, ‘এটা কখনও অনুভব করিনি যে ১৫২ (কিমি/ঘণ্টায় গতিতে) করতে হবে বা এরচেয়ে জোরে করতে হবে। একটা জিনিসই মাথায় ছিল– দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে সে অনুযায়ী বল করেছি। আবার আমার নিজের পরিকল্পনা অনুযায়ীও বল করেছি। পেস জিনিস বলে-কয়ে করা যায় না, ছন্দের ওপর নির্ভর করে। কখন দেখব হয়ে গেছে।’

Exit mobile version