১৫৯ রানে গুটিয়ে গিয়ে আবারো ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয় অব্যাহত। প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে গিয়ে বড় রানের চাপের মুখে পড়েছে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে ব্যাটিংয়ে নামতে বাধ্য হয়েছে টাইগাররা।

প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু এক মুমিনুল হক ছাড়া কোনো ব্যাটারই প্রোটিয়া বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি। দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত ৯ রানে ক্যাচ দিয়ে ফেরেন, এরপর মুশফিকুর রহিম ডাক মেরে ফিরে গেলে বিপর্যয় আরও গভীর হয়।

টানা উইকেট পতনের এই ধারা শেষ হয়নি। অভিজ্ঞ মেহেদি হাসান মিরাজও ১ রান করে ফেরেন, আর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন সিলভার ডাক পান রাবাদার বলে। এমন ভঙ্গুর ব্যাটিং লাইনআপ নিয়ে বাংলাদেশ মাত্র ৪৮ রানেই হারায় ৮ উইকেট। 

এমতাবস্থায় ইনিংসের খানিকটা ভারসাম্য আনতে এগিয়ে আসেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম। নবম উইকেট জুটিতে তারা যোগ করেন ১০৩ রান। মুমিনুল ৭৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে এগোচ্ছিলেন শতকের পথে, কিন্তু ৮২ রানে বিদায় নেন তিনি। তার পরে তাইজুলও ৯৫ বলে ৩০ রান করে ফেরেন।

তবে সাকিববিহীন বাংলাদেশ দল শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে ব্যর্থ হয়। স্বাগতিকদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানো এবং ম্যাচের নিয়ন্ত্রণে ফেরার চেষ্টা করা।

Exit mobile version