১৫ ওভারে কিংসের সংগ্রহ ১৪১/১

কোটি টাকার বিপিএলের ফাইনালের ফরচুন বরিশালের বিপক্ষে দারুণ ব্যাটিং করছে চিটাগং কিংস। শুক্রবার মিরপুর টস হেরে ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ১২১ রান তোলে কিংস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে এক উইকেটে চিটাগং কিংসের সংগ্রহ ১৪১ রান। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫৭ ও গ্রাহাম ক্লার্ক ১৫ রান নিয়ে অপরাজিত আছেন।

হোম আব ক্রিকেট গ্রাউন্ডে এদিন ওপেনিংয়ে ব্যাট করতে ৪৪ বলে সাত বাউন্ডারি ও তিন ছক্কায় ৬৬ রান করে বিদায় নেন খাজা। এবাদত হোসেন বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে ইমনের সঙ্গে ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়েন পাকিস্তানের এই ব্যাটার। ১০ ওভারে বিনা উইকেটে ৯৩ রান তোলে তারা।

ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের। মেগা ফাইনালে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬ টায়।

Exit mobile version