ওয়ানডে ক্রিকেটে যখন দল বিপদে, তখন পেসার ম্যাথু ফোর্ডের ব্যাট যেন হয়ে উঠল ঝড়ের মতো। ২৩ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে এমন এক ইনিংস খেললেন, যা ওয়ানডে ইতিহাসে জায়গা করে নিল। মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করে তিনি ছুঁলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।
২০১৫ সালে ভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলেই করেছিলেন ফিফটি। এবার সেই রেকর্ডে নাম লেখালেন মূলত বোলার পরিচিত ফোর্ড। ডাবলিনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ নম্বরে নেমে মাত্র ১৯ বলে করলেন ৫৮ রান, যার মধ্যে ছিল ৮টি ছক্কা ও ২টি চার। তার ইনিংসে ৯৬.৫৫ শতাংশ রানই এসেছে বাউন্ডারি থেকে—যা ওয়ানডে ইতিহাসে ফিফটির ইনিংসের মধ্যে সর্বোচ্চ হারে বাউন্ডারির মাধ্যমে রান তোলার রেকর্ড।
এর আগে এই রেকর্ড ছিল আন্দ্রে ফ্লেচারের, ৯৬.১৫ শতাংশ। একইসঙ্গে ৮ নম্বর কিংবা তার পরের পজিশনে নেমে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন ফোর্ডের দখলে। আগের রেকর্ড ছিল ৭টি, ভাগাভাগি করেছিলেন আব্দুল রাজ্জাক ও তানভির আফজাল।
এমন নজিরবিহীন পারফরম্যান্সে বদলে গেছে ম্যাচের মোড়ও। একসময় ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ফোর্ডের এই বিধ্বংসী ইনিংসে ঘুরে দাঁড়ায় শক্তভাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















