১৬ সদেস্যের বাংলাদেশ দল; অধিনায়ক সুমাইয়া

তিন জাতি নারী টি-টোয়েন্টি

২৪ জানুয়ারি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে তিন জাতি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট সিরিজ। সে লক্ষ্যে সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের অন্য দুই দল হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপে প্রতিটি দলই পরষ্পরের সাথে দুইবার করে মুখোমুখি হবে।

২৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের দিনই দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

পর পর দুই দিন গ্রুপ ম্যাচ শেষে একদিন করে বিরতি রাখা হয়েছে।

২৭ জানুয়ারি পাকিস্তানের মুখোমুখি হওয়ার পর পরের দিনই অর্থাৎ ২৮ জানুয়ারি লঙ্কান মেয়েদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

৩০ ও ৩১ জানুয়ারি যথাক্রমে দুই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ও পাকিস্তান।

গ্রুপ লড়াই শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিয়ে ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল:

সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্না, ফাহমিদা ছোঁয়া, আফিফা আশিমা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, মোসাম্মত ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্না কর্মকার, ফারিয়া আক্তার ও আনিশা আক্তার।  

Exit mobile version