১৭৯ রানে আটকে গেলো নেদারল্যান্ডস

শুরুর সঙ্গে শেষটার কোনো মিল নেই। বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসের শুরুটা ছিল দারুণ। কিন্তু শেষটা করুণ। ১ উইকেটে ৭৩ রান থেকে ১৭৯ রানে অল আউট তারা। চারটা রান আউট। সবগুলো আবার টপ অর্ডার ব্যাটারদের। ফলে সমৃদ্ধ একটা ইনিংস দাঁড় করানোর যে সুযোগ তাদের সামনে ছিল তারা তা পারেনি।

টস জয়ের পর নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। লক্ষ্মৌর উইকেটের জন্য এটাই ছিল স্বাভাবিক। তার পরিকল্পনাও কাজ করছিল। কিন্তু হঠাৎ বিপর্যয়ের মুখে পড়ে তারা। একের পর এক রান আউটে সব শেষ হয়ে যায়।

টস জয়ের পর আগে ব্যাট হাতে নেমে চমৎকার সূচনা করেছিল নেদারল্যান্ডস। শুরুতে এক উইকেট হারালেও ৭৩ রানে পৌঁছে গিয়েছিল তারা। দ্বিতীয় উইকেটে ৭০ রানের পার্টনারশিপ গড়েছিলেন ম্যাক্স ও ডাউড ও কলিন অ্যাকারম্যান। কিন্তু দুর্ভাগ্য তাদের। দুই জনই রান আউট হয়েছেন। যতটুকু সময় ক্রিজে ছিলেন এই দুই ব্যাটার তত সময় আফগানিস্তানের বোলারদের জন্য দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন।

ম্যাক্স ও ডাউড একের পর পর এক বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন। ৪০ বলে ৪২ রান করে রান আউট হন তিনি। এই রান করতে তিনি ৯টি বাউন্ডারি মেরেছেন। অ্যাকারমান ৩৫ বলে ২৯ রান করেন। তারপর একে একে ব্যাটাররা ক্রিজে এসেছেন আর ফিরেছেন। পরের চার ব্যাটারের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। স্কট এডওয়ার্ডসও রান আউট হয়েছেন। তার মাঝে একপ্রান্তে সাইব্রান্ড এঞ্জেলব্রেখট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন সতীর্থদের আসা যাওয়া।

শেষ পর্যন্ত এঞ্জেলব্রেখট ৫৮ রান করেছেন। তিনিও রান আউট। ৮৬ বলে এই রান করতে তিনি ছয়টি বাউন্ডারি মেরেছেন। শেষ দিকে রোয়েলফ ভন ডার মারউই ও আরিয়ান দত্ত কিছুটা রানের দেখা পান। মারউই ১১ ও আরিয়ান ১০ রান করেন। অতিরিক্ত খাত থেকে ১৬ রান যোগ হয় নেদারল্যান্ডসের ইনিংসে।

আফগানিস্তানের সফল বোলার ছিলেন মোহাম্মদ নবী। ২৮ রানে ৩ উইকেট পেয়েছেন। এছাড়া নুর আহমদ ৩১ রানে নিয়েছেন দুই উইকেট।

Exit mobile version