সিডনি টেস্টে ১৮১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ফলে ৪ রানে পিছিয়ে থাকলো তারা। ভারত তাদের প্রথম ইনিংসে ১৮৫ রান করেছিল।
সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতের মতো অস্ট্রেলিয়াও প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে। বিউ ওয়েবস্টার ছাড়া আর কোনো ব্যাটার ভারতীয় বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। নির্ধারিত বিরতিতে তারা উইকেট হারিয়েছে। জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণ ও নিতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেন।
আগের দিনে ১ উইকেট হারিয়ে ৯ রান করা অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয় বিপর্যয়ের মুখোমুখি হয়। শুরুতেই হারায় মার্নাস লাবুশেন। তার দেখানো পথে এক এক অস্ট্রেলিয়ার ব্যাটাররা প্যাভিলিয়নের পথ ধরেন। কিছুটা ব্যতিক্রম ছিলেন বিউ ওয়েবস্টার। ৫৭ রান করেন তিনি। ১০৫ বলে এই রান করতে পাঁচটি বাউন্ডারি মেরেছিলেন ওয়েবস্টার।
মোহাম্মদ সিরাজ ও প্রাসিধ কৃষ্ণ ছিলেন সফল বোলার। উভয়ে তিনটি করে উইকেট নেন। বুমরাহ ও রেড্ডি বাকি চার উইকেট সমানভাবে ভাগ করে নেন।