বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলের দশম আসর শুরু হচ্ছে আগামী বছরের ১৯ জানুয়ারি। টুর্নামেন্টের উদ্বোধনের মতো ১ মার্চের ফাইনালও অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি’র পাঠানো সূচীতে আজ বিষয়টি নিশ্চিত করা হয়।
ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা। পাঁচটিধাপে সাজানো হয়েছে আসন্ন বিপিএল।
গ্রুপ পর্ব থেকে শুরু করে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার পর্যন্ত প্রতিদিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুরন্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের লড়াই। দিনের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গ্রুপ পর্বে টানা দুইদিন করে ম্যাচ অনুষ্ঠিত হবে। রাখা হয়েছে একদিন করে বিশ্রাম।
২৫ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে দুইদিনের বিশ্রাম। এর পর ১ মার্চ হবে ‘গ্রান্ড ফিনালে’।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















