২য় ইনিংসে ১৪৪ রানে অলআউট বাংলাদেশ

এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ওপেনার জাকির হোসেনের ব্যাটে এসেছে ইনিংস সর্বোচ্চ ৫৯ রান। ৫৭ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন প্যাটেল।

দ্বিতীয় ইনিংসে জাকির ছাড়া আর কেউই কিউই ঘূর্ণির সামনে টিকতে পারেননি। তাইজুল অপরাজিত ছিলেন ১৪ রানে। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ ও মমিনুল হক ১০ রান করেন। দলের অন্য সাত ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। এছাড়া অতিরিক্ত থেকে এসেছে ১১ রান।

নিউজিল্যান্ডের পক্ষে প্যাটেলের ছয় উইকেট ছাড়াও স্যান্টনার তিন উইকেট পেয়েছেন। অন্য উইকেট গেছে টিম সাউদির দখলে।

এর আগে, ২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ দল। জাকির ১৬ ও মমিনুল হক শূন্য রানে তৃতীয় দিনের খেলা শেষ করেন।

মমিনুল ১০ রানে প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে শুরু হয় বাংলাদেশের আসা যাওয়ার মিছিল। একপ্রান্ত আগলে রাখা জাকির ব্যক্তিগত ৫৯ রানে দলের নবম ব্যাটার হিসেবে প্যাটেলের বলেই আউট হন। বাংলাদেশের সংগ্রহ তখন ১২৮ রান।

পেসার শরিফুল ১২ বল থেকে ৬ বলে আট রান করে আউট হলে ১৪৪ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

Exit mobile version