শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সংযুক্ত আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও আরিয়ান লাকরার উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক দল।
একই ভেনুতে ২৯ ডিসেম্বর সিরিজের প্রথম ম্যাচে ৭২ রানে জয় পেয়েছিলো আফগানিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২০৩ রানের সংগ্রহ পায় আফগানরা। রহমানুল্লাহ ৫২ বলে ১০০ রান করে আউট হন। এছাড়া ওয়ান ডাউনে খেলতে নামা অধিনায়ক ইব্রাহিম জারদান ৫৯ রান করেন।
জবাবে চার উইকেটে ১৩১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আরব আমিরাতকে। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানে অপরাজিত ছিলেন ভৃত্তা আরাবিন্দ।