ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগেই নতুন ফিল্ডিং কোচ পেল বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ থেকে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন জেমস পামেন্ট। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংলিশ বংশোদ্ভূত কিউই কোচের নিয়োগের খবর জানিয়েছে বিসিবি।
আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছেন ৫৬ বছর বয়সী কোচ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।
তার আগে শনিবার থেকে সিলেটে টেস্টের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। অনুশীলন পর্বের শুরু থেকেই জাতীয় দলের সঙ্গে থাকবেন পামেন্ট।
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে বিভিন্ন জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পামেন্টের। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। টানা সাত আসর মুম্বাইয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৯ সালে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবেও কাজ করেন তিনি। এছাড়া নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড ‘এ’ ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও বিশেষজ্ঞ টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
পামেন্টের অন্তর্ভুক্তিতে এখন পাঁচ সদস্যে পরিণত হলো বাংলাদেশের কোচিং প্যানেল। গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামার পর ফিল সিমন্সের সঙ্গেও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে বিসিবি।
সিনিয়র সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন আন্দ্রে অ্যাডামস এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে আছেন নাথান কিলি।