চট্টগ্রামে টেস্টের দ্বিতীয় দিন মাত্র একবল স্থায়ী ছিলো জিম্বাবুয়ের প্রথম ইনিংস। আগের দিনের ৯ উইকেটে ২২৭ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমে তাইজুলের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন ব্লেসিং মুজারাবানি। ফলে প্রথম দিনের সাথে কোন রান যোগ না করেই শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। তাইজুলের নামের পাশে যোগ হয় আরও এক উইকেট। ৬০ রানে ৬ উইকেট নিয়ে দাপট দেখান সিলেট টেস্টে বাজে বোলিংয়ের কারণে সমালোচিত তাইজুল।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে ঘরে-বাইরে চাপের মুখে থাকা বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রাম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরে। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ দলের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। প্রথম দিনে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেন। যা তার ক্যারিয়ারে ১৬তম বারের মতো ৫ উইকেট শিকার।
৯ উইকেটে ২২৭ রান নিয়ে প্রথম দিন শেষ করা জিম্বাবুয়ের পক্ষে আজ ব্যাটিংয়ে নামেন মুজারাবানি (২) ও তাফাদজবা সিগা (১৮)। তাইজুলের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন মুজারাবানি। ফলে প্রথম দিনের ২২৭ রানের সাথে কোন রান যোগ না করেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৬০ রানে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন। আরেক স্পিনার নাইম হাসান ৪২ রানের খরচায় তুলে নেন দুই উইকেট। অভিষেক টেস্ট খেলতে নামা পেসার তানজিম হাসান সাকিব নেন এক উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















