গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৪৯ রানে আউট হলেন। এর পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরই মধ্যে আম্পায়াররা লাঞ্চ বিরতে ঘোষণা করেন। বাংলাদেশের রান তখন চার উইকেটে ২৩৭। ফলে লাঞ্চ বিরতিতে থাকার সময় বাংলাদেশের লিডটা ছিলো ২৪৭ রানের।
টেস্ট ক্রিকেটে ২৮তম হাফ সেঞ্চুরি পেতে মুশফিকের প্রয়োজন ছিলো মাত্র এক রান। কিন্তু ৪৯ রানে থাকা অবস্থায় থারিন্দুর থ্রোতে রান আউট হয়ে যান মিস্টার ডিপেনডেবল। ১০২ বলে চার বাউন্ডারিতে সাজানো ছিলো মুশফিকের এই ইনিংস। তার আউটের পরই বৃষ্টি নামে।
বাংলাদেশের রান ৪ উইকেটে ২৩৭। নাজমুল অপরাজিত আছেন ৮৯ রানে। বাংলাদেশের লিড ২৪৭।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশ লিড পায় ১০ রানে।
