২৪ মাস পর শ্রীলঙ্কার টেস্ট একাদশে নিসাঙ্কা

দুই পরিবর্তন নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে মাঠে নামছে শ্রীলঙ্কা। সেই সাথে দুই বছর পর সাদা পোশাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন পাথুম নিসাঙ্কা। অন্যদিকে এক ম্যাচ পর একাদশে ফিরেছেন লাহিরু কুমারা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার।

এর আগে একাদশ ঘোষণা করেছে লঙ্কানরা। বাদ পড়েছেন কুসাল মেন্ডিস ও ভিশ্ব ফার্নান্দো। ৫ উইকেটে হেরে যাওয়া ম্যানচেস্টার টেস্টে ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন মেন্ডিস। প্রথম ইনিংসে ২৪ রান করা এই টপ অর্ডার ব্যাটসম্যান দ্বিতীয়ভাগে খুলতে পারেননি রানের খাতা। এই ব্যর্থতায় একাদশে জায়গা হারালেন তিনি।

মেন্ডিসের বদলে সুযোগ পাওয়া নিসাঙ্কা সবশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুলাইয়ে, গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত এই সংস্করণে ৯ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ৫ ফিফটিতে তার রান ৫৩৭। ব্যাটিং গড় ৩৮.৩৫।

Exit mobile version