২৭৪ রান নিয়েই খুশি পাকিস্তান!

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৪৮ নিয়েও ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বোলিং তোপে স্বাগতিকরা গুটিয়ে গেছে ২৭৪। তবে এই রান নিয়েও খুশি পাকিস্তান!

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানের অলরাউন্ডার সালমান আঘা। এমন পিচে এই রানই যথেষ্ট, ‘আমার তো মনে হয়েছে এই পিচে বোলারদের জন্য কিছু আছে। আর ২৭৪ রান যথেষ্ট কি না সেটা এক ইনিংসের পর বলা যায় না। দুই ইনিংস গেলে তবে বোঝা যায় কত রান এখানে সঠিক। তবে আমার মতে রান যথেষ্টই হয়েছে।’

এছাড়া তিনি বলেন,‘উইকেটে বোলিং-বান্ধব উপাদান থাকার কথা জানান সালমান, ‘প্রথম টেস্টের তুলনায় এবারের উইকেটে ঘাস আছে। আমার তো মনে হয় যথেষ্ট রান আমরা করতে পেরেছি। এখন বোলাররা যদি সঠিক জায়গায় বল রাখতে পারেন, তারা সহায়তা পাবেন।’

Exit mobile version