বিশ্বকাপে অঘটন ঘটে। টি-টোয়েন্টি ফর্মেটে অঘটন আরও বেশি হওয়ার শংকা থাকে। কিন্তু সেসব চিন্তা বাদ দিয়ে ভারতীয় দল গ্রুপ পর্ব ও সুপার এইট টপকে সেমিফাইনালে খেলবে ধরে নিয়ে তাদের জন্য দ্বিতীয় সেমিফাইনাল ভেন্যু গায়ানার প্রোভিডেন্সকে চূড়ান্ত করা হয়েছে।
পৃথিবীর যে প্রান্তেই ক্রিকেট খেলা হোক না কেন, ভারতের ম্যাচে তাদের উল্লেখযোগ্য দর্শক গ্যালারিতে উপস্থিত হন। ক্যারিবীয় অঞ্চলেও উল্লেখযোগ্য সংখ্যাক ভারতীয় বসবাস করেন। সে সংখ্যাটা গায়ানায় একটু বেশি-ই। সে হিসাবে তাদের সম্ভাব্য সেমিফাইনালস্টি ধরে নিয়ে তাদের ম্যাচ ভেন্যু করা হয়েছে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামকে।
যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশ সময় ২ জুন শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও পরের দিকের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ক্যারিবীয় অঞ্চলে। দুই সেমিফাইনালসহ ফাইনাল ম্যাচের ভেন্যুও হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে।
২৯ জুন বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনে ফাইনালের আগে ২৭ জুন হবে সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর তারউবাতে অবস্থিত ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি মাঠে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ২৭ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গায়ানায়।
গায়ানার প্রোভিডেন্সেই দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারতীয় ক্রিকেট দল। হ্যাঁ, এর আগে অবশ্য রোহিত শর্মার দলকে গ্রুপ পর্ব পার হয়ে সুপার এইট ও সেখান থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।
২০ দলের টুর্নামেন্টে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ কানাডা, আয়ারল্যান্ড, পাকিস্তান ও স্বাগতিক যুক্তরাষ্ট্র।
প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল সুপার এইটে পা রাখবে। ধরেই নেয়া হয়েছে ‘এ’-গ্রুপ থেকে ভারত পরের রাউন্ডে যাবে। এমনটি আট দলের সুপার এইট থেকে সেরা চার দলের একটি হয়ে তারা সেমিফাইনালও খেলবে।
‘এ’-গ্রুপ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র।
‘বি’-গ্রুপ: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড।
‘সি’-গ্রুপ: আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
‘ডি’-গ্রুপ: বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














