দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিলো নিউজিল্যান্ড। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ ১৭১ রানেই গুটিয়ে যায়। এই ম্যাচেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩৪ দশমিক তিন ওভারেই গুটিয়ে যায় টাইগাররা। জবাবে মাত্র ৩৪ দশমিক পাচ ওভারে তিন উইকেট হারিয়েই ১৭৫ রান তুলে নেয় সফরকারীরা।
অল্প রানের টার্গেট হলেও সতর্ক শুরু ছিলো দুই কিউই ব্যাটার ফিন অ্যালেন ও উইল ইয়াংয়ের। দলীয় ৪৯ রানে শরিফুলের বলে ফিনের ক্যাচ ধরেন নাসুম আহমেদ। পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হন অভিষেক ম্যাচ খেলতে নামা ডিন ফক্সক্রফ্ট। কিন্তু ওই পর্যন্তই। সব ধরনের যদি কিন্তুর অবসান ঘটিয়ে তৃতীয় উইকেটে ৮১ রান তোলেন ইয়াং ও হেনরি নিকোলস। ৩০তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ৭০ রানে নাসুমের বলে আউট হন উইল ইয়াং। অপরাজিত ৫০ রান করা নিকোলসের সাথে অপরাজিত ২৩ রান করে দলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেল।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নামা তৌহিদ হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। তানজিদের সাথে আজ ওপেনিং করেন জাকির হাসান। বৃষ্টির কারণে ১৫ মিনিট দেরিতে শুরু হয় আজকের ম্যাচ। খেলতে নেমে মাত্র ৮ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে এটাই প্রথম উইকেট ছিলো তারকা পেসার বোল্টের। ২ উইকেট যাওয়ার পর নতুন করে আশা জাগায় তাওহীদ হৃদয়। তবে ইনিংসটা বড় করতে পারেনি। অ্যাডাম মিলনের বলে ফেরেন সাজঘরে। ৩৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
তাওহীদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ওপর ভর করে দল এগিয়ে চলে বাংলাদেশ। শান্তর সঙ্গে মুশফিকের জুটি পঞ্চাশ পেরোয়। মুশফিককে ১৮ রানে বোল্ড করেন ফার্গুসন। জুটিকে থামতে হয় এখানেই। অধিনায়ক শান্ত বেশ কিছুক্ষণ প্রতিরোধ গড়ে তোলেন। এশিয়া কাপের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বেশ ভালো ভাবেই। ৮৪ বলে ৭৬ রানের ইনিংসটি ছিল বেশ দারুণ। ১০টি বাউন্ডারি দিয়ে সাজানো ইনিংসটিই ছিল আজ বাংলাদেশের সেরা অর্জন।
জুটি ভাঙার পর মাহমুদাল্লাহ রিয়াদ, মেহেদী , হাসান, নাসুম একে একে সাজঘরে ফেরেন। সব উইকেট শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ১৭১।