৩০৩টি বাজি ধরে নিষিদ্ধ ইংলিশ পেসার

২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ম্যাচে ফিক্সিংয়ের ঘটনায় ৫ বছর নিষিদ্ধ ছিলেন সাবেক বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর আগে ২০১০ সালে লর্ডসে স্পট ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমি ৫ বছর নিষিদ্ধ থাকার পাশাপাশি জেলও খেলেছেন।

অথচ বিভিন্ন ক্রিকেট ম্যাচে ৩০৩টি বাজি ধরে নিষিদ্ধ ইংলিশ বাঁহাতি পেসার ব্রাইডন কার্স পেলেন নাম মাত্র শান্তি। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন ক্রিকেট ম্যাচে মোট ৩০৩টি বাজি ধরেছিলেন তিনি। যেসব ঘটনা প্রমাণিত হওয়ায় শাস্তিও পেতে হচ্ছে ২৮ বছর বয়সী ইংলিশ ক্রিকেটারকে।

এ ঘটনায় মাত্র ১৬ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যার মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা আছে ১৩ মাসের। ফলে কার্স নিষিদ্ধ থাকবেন মাত্র তিন মাস। নিষিদ্ধ হলেও এই সময়ে তাকে অনুশীলন চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আবার এই ধরনের কাজ না করলে ২৮ অগাস্টের পর তিনি খেলতে পারবেন।

ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১৪ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলেছেন কার্স। গত ওয়ানডে বিশ্বকাপে রিস টপলির বদলি হিসেবে দলে নেওয়া হয়েছিল তাকে। বোর্ডের সবশেষ দুই বছরের কেন্দ্রীয় চুক্তিতেও আছেন তিনি।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কার্স খেলেন ডারহামের হয়ে। তবে ওই ম্যাচগুলিসহ বাজি ধরা কোনো ম্যাচেই কার্স নিজে খেলেননি। আইন অনুযায়ী, নিজে না খেললেও কোনো ক্রিকেটার, কোথাও কোনো বাজি ধরতে পারবেন না।

Exit mobile version