৪০ বল হাতে রেখেই টি-টোয়েন্টিতে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়াকে দুর্দান্ত শুরু এনে দেন।

মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়াকে দুর্দান্ত শুরু এনে দেন।

৪০ বল

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ভারত প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভার চার বলে ১২৫ রানে গুটিয়ে যায়। জবাবে ১৩ ওভার দুই বল অর্থাৎ ৪০ বল ও চার উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

২৯ অক্টোবর ক্যানবেরায় বৃষ্টির কারণে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দ্রুত গতির উইকেট ছাড়া এদিন সবই ছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্যালারিতে উপস্থিত ৮২,৪৩৮ জন দর্শকের সিংহভাগই ছিলো ভারতের সমর্থক। কিন্তু জশ হ্যাজলউডের বোলিং স্পেল শুরুতেই ভারতকে পিছিয়ে দেয়। শুভমান গিল, সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাকে আউট করেন হ্যাজলউড। যা কিনা সফরকারীদের শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেয়।

দলের টপ অর্ডারের ছয় ব্যাটারের মধ্যে ব্যতিক্রম ছিলেন ওপেনার অভিষেক শর্মা। ৩৭ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন প্রায় ১৮৪ স্ট্রাইক রেটে। হর্ষিত রানার ব্যাটে আসে ৩৩ বলে ৩৫ রানের মান বাঁচানো ইনিংস।

বাকিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৭ রান করেন অক্ষর প্যাটেল। শুভমান গিলের ব্যাটে ছিলো চতুর্থ সর্বোচ্চ ৫ রান। তিলক ভার্মাসহ চারজন ব্যাটার এদিন শূন্য রানে আউট হয়েছেন।

জশ হ্যাজলউডের তিন উইকেট ছাড়াও জ্যাভিয়ের বার্টলেট ও নাথান এলিস পেয়েছেন দু’টি করে উইকেট। মার্কাস স্টয়নিস নিয়েছেন এক উইকেট।

১২৬ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫১ রান তুলে নেন অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড। ১৫ বলে ২৮ রানে হেড আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিলো ৫১ রানে। দলীয় ৮৭ রানের সময় আউট হন মার্শ ব্যক্তিগত ৪৬ রানে। পরের দিকের ব্যাটারদের কেউই বড় স্কোর করতে না পারলেও তাদের আয়েশী জয়ে ভারতের কোন বোলারই বাধা হতে পারেন নি।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আগামী ২ নভেম্বর হোবার্টে অনুষ্ঠিত হবে।

Exit mobile version