৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে তামিম

বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হন তামিম ইকবাল। এরপর দ্রতই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে আবার ফেরেন মাঠে। তবে মাঠে ফেরার পর আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে হেলিকপ্টার যোগে তামিমকে ঢাকায় আনার একটি প্রচেষ্টা চালানো হয়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ফের হাসপাতালে নেওয়া হয় তামিমকে। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে তামিমের।

চিকিৎসকরা জানায়, ১০০ শতাংশ ব্লক থাকায় আপাতত তামিমকে ঢাকায় নেয়া সম্ভব হবে না। তাই ঢাকা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হার্টে রিং (স্টেন্ট) পরানো হয়েছে। তবে শুরুতে সেই রিং পরানোর উপযুক্ত অবস্থায়ও ছিলেন না তামিম।

২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডি-সি শক দেয়ার পর তামিমকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়। তবে অনেক প্রচেষ্টায় সেই অপারেশন সফল হয়েছে। ব্লক সরিয়ে রিং পরানোর পর দ্রুত সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন তামিম। কথাও বলেছেন চিকিৎসকদের সঙ্গে।

ফলে আপাতত তামিম হাসপাতাল ছাড়তে পারছেন না। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে এই ক্রিকেটারকে। আর এই ৪৮ ঘণ্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। অর্থাৎ গাজীপুরের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এসব কথা বলেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

Exit mobile version