৪ মাস পর টেস্ট দলে পান্ত

গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে দুর্দান্ত খেলছিলেন ঋষভ পান্ত। কিন্তু ম্যানচেস্টারে ইংলিশদের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ব্যাটিংয়ের সময় পায়ের পাতায় চোট পান তিনি। এরপর ভারতীয় দলের বাইরে এই উইকেটরক্ষক ব্যাটার। অবশেষে ৪ মাস পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ২ টেস্টের হোমসিরিজে ফিরেছেন তিনি ভারতের দলে।

ফিটনেস ফিরে পেতে খুব বেশি সময় লাগেনি পান্তের। এরপর প্রতিযোগিতামূলক ম্যাচে সেই ফিটনেসের প্রমাণ রাখার পাশাপাশি পারফর্মও করেছেন।

গত সপ্তাহে ব্যাঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্স দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দিয়ে প্রথম চার দিনের ম্যাচ জয়ে ভূমিকা রেখেছেন পান্ত। ২৭৫ রান তাড়ায় দ্বিতীয় ইনিংসে ৯০ রানের ইনিংস খেলেছেন।

সেজন্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে আবার ফিরেছেন পান্ত। কলকাতায় ১৪ নভেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম টেস্ট। এন জাগাদিসানের স্থলাভিষিক্ত হয়েছেন পান্ত।

এছাড়া অক্টোবরে ২-০ তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ী দলে থাকা পেসায়ার প্রসিধ কৃষ্ণার জয়গা নিয়েছেন আকাশ দীপ।

ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল, জসপ্রিত বুমরাহ, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর বর্তমানে অস্ট্রেলিয়ায় ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত। তারা ৮ নভেম্বর টেস্ট দলে যোগ দেবেন।

ভারতের টেস্ট স্কোয়াডঃ

শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ।

Exit mobile version