৪৬ রানে ৫ উইকেট হারালো নিউজিল্যান্ড

কেন উইলিয়ামসনকে আউট করে মিরাজের উল্লাস

ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে ‍উঠেছে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। বাংলাদেশী স্পিনারদের বলই বুঝে উঠতে পারছেন না কিউই ব্যাটাররা। ২৬ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

আলো স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১২ ওভার চার বলে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো পাঁচ উইকেটে ৫৫ রান। মেহেদি মিরাজের বলে পঞ্চম ব্যাটার হিসেবে টম ব্লান্ডেল শূন্য রানে আউট হওয়ার সময় দলটার সংগ্রহ ছিলো ৪৬ রান।

দলীয় ২০ রানে মেহেদি মিরাজের বল ছেড়ে দিয়ে বোল্ড আউট হন ডেভন ওয়ে। বাংলাদেশের প্রথম ওভারটা পেসার শরিফুল ইসলাম করলেও দ্বিতীয় ওভার থেকেই স্পিনারদের আক্রমণে নিয়ে আসেন অধিনায়ক শান্ত। মিরাজ-তাইজুলের বোলিং পার্টনারশিপে একে একে নাকাল হয়ে ফিরেছেন টম লাথাম, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেল।

খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ছয় ওভারে এক মেডেন ও ১৭ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন মিরাজ। আর পাঁচ ওভার চার বল হাত ঘুরিয়ে ২৯ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছন তাইজুল ইসলাম।

মাঠ ছাড়ার আগে ড্যারিল মিচেল ১২ ও গ্লেন ফিলিপস ৫ রানে অপরাজিত ছিলেন।

Exit mobile version