৭ উইকেটে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

কয়েক দিন আগেই পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে জিতলেও এবার ভারত সফরে পুরো ব্যর্থ টাইগাররা। সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ কানপুরে আড়াই দিনের টেস্টে লজ্জার হার। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে হোয়াইটওয়াশ নাজমুল হোসেন শান্তর দল।

ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জয়ের জন্য মাত্র ৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রোহিত শর্মার দল। ফলে ৭ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল স্বাগতিক ভারত।

এর আগে সকালে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতে ব্যক্তিগত ২ রান করে বিদায় নেন মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রানে জাদেজার বলে বোল্ড হয়ে ফেরেন। তবে সাদমান ইসলাম হাফসেঞ্চুরি পূর্ণ করে পরের বলেই বিদায়। এরপর মুশফিকের ব্যাট থেকে আসে ৩৭ রান। এছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। এর আগে সাজঘরে ফিরেছেন জাকের হাসান ১০, হাসান মাহমুদ ৪ ও মুমিনুল হক ১৮ রানে।

এর আগে কানপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টি ভেজা মাঠে মুমিনুল হকের সেঞ্চুরি নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে চতুর্থ দিনে ইতিহাসগড়া ইনিংসের সুবাদে মাত্র ৩৫ ওভার ব্যাট করেই ২৮৫ রান তুলে প্রথম ইনিংসে ৫২ রানের লিড দাঁড় করায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস ৭৪.২ ওভারে ২৩৩/১০
ভারত প্রথম ইনিংস ৩৪.৪ ওভারে ২৮৫/৯
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৪৭ ওভারে ১৪৬/১০
ভারত দ্বিতীয় ইনিংস ১৭.১ ওভারে ৯৮/৩

ভারত ৭ উইকেটে জয়ী

Exit mobile version