৯ ক্রিকেটারের রিট খারিজ । বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহে নিলাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৯ ক্রিকেটারকে। বিসিবির দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের করা অধিকতর তদন্তের পর গত বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে ৯ ক্রিকেটারকে বাদ দিয়ে নিলামের জন্য চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলের ১২তম আসরের খেলোয়াড় নিলামের তালিকা থেকে জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটারসহ মোট নয়জন ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনটি রিট আবেদন করা হয় রোববার। রিটে ওই নয় ক্রিকেটারের নাম নিলাম তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছিল।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।
শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ-মাননীয় বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও মাননীয় বিচারপতি রাজিউদ্দিন আহমেদ , ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রদত্ত আদেশে রিট আবেদনগুলো সরাসরি খারিজ করে দেন। ফলে বিপিএল ১২তম আসরের নিলাম আগের সিদ্ধান্ত অনুযায়ী ওই নয় ক্রিকেটারকে বাদ দিয়েই অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















