স্কোয়াডে দুই বিদেশি ক্রিকেটার
বিপিএল নিলামের আগেই দল গোছাতে নেমেছে রংপুর রাইডার্স । অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মতো তারাও দুই ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করেছে। শিরোপা প্রতিযোগিতায় নিয়মিত প্রভাব বিস্তারকারী এই দল এবারও নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। এবারও তাদের চোখ সোজা ট্রফির দিকে।
বিদেশি কোটায় রংপুর দলে জায়গা পেয়েছেন খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম। বিসিবি নিশ্চিত করেছে তাদের নাম। নাফে গত আসরে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছিলেন, আর মুকিমের জন্য এটি হবে বিপিএলে প্রথম অভিজ্ঞতা।
দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে রংপুর আবারও ভরসা রেখেছে তাদের পরিচিত মুখ নুরুল হাসান সোহানের ওপর। বছরের পর বছর রংপুরের হয়ে খেলা সোহান দলটির নেতৃত্বও দিয়েছেন, এমনকি গ্লোবাল সুপার লিগে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে শিরোপাও তুলেছেন তিনি।
এবারের বড় সংযোজন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামলেও নতুন মৌসুমে তাকে দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে। ফিজকে দলে নেওয়ায় শক্তির দিক থেকে আরেক ধাপ এগিয়ে গেল রংপুর।
বিপিএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আজ রোববার ৩০ নভেম্বর। শুরুতে বিকেল ৩টায় নিলাম শুরুর কথা থাকলেও আয়োজনটি এক ঘণ্টা পিছিয়ে ঠিক করা হয়েছে বিকেল ৪টায়।
