তাসকিন নেতা আর মোস্তাফিজ পরিপূর্ণ – টেইট । চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ সোমবার চট্টগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। তাসকিন আহমেদ বর্তমানে জাতীয় দল থেকে ছুটিতে থাকলেও তার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় জাতীয় দলের পেসার তাসকিনকে নিয়ে টেইট বলেন,
তাসকিনকে টি-টেন খেলতে দেখেছি। ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমাদের জন্য সে ইম্পরট্যান্ট প্লেয়ার। সিনিয়র প্লেয়ার, ভালো লিডার। তার সাথে নিয়মিতই কথা হচ্ছে। সে শুধু একজন ফাস্ট বোলার না, একজন লিডার। সবাই তাকে অনুসরণ করে। তার সাথে কাজ করতে অনেক ভালো লাগে। তাকে প্রথম দেখার অনেক বছর হয়ে গেছে। এখন সে অনেক ভালো একজন খেলোয়াড়। একজন লিডার। তার মতো কাউকে দলে পাওয়া সৌভাগ্যের।
এছাড়া পেসার মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন,
ফিজ অভিজ্ঞতায় পরিপূর্ণ। সব কিছু খুব সাধারণ রাখে। সে জানে তার শক্তির জায়গা। গোটা বিশ্বজুড়ে খেলেছে। সে হাই স্ট্যান্ডার্ড সেট করে রেখেছে, সবাই ভালো পারফরম্যান্সই আশা করে। সবসময়ই ভালো পারফর্ম করে আসছে, এবং সেরা খেলোয়াড়রা এমনই করে থাকে। আইপিএল থেকে শুরু করে সবখানে তাকে চায়, কারণ সে কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার।
বাংলাদেশের পেসারদের নিয়ে টেইট আরও বলেন,‘এখন অনেক খেলোয়াড় থেকে আমাদের কয়েকজন বেছে নিতে হচ্ছে, ব্যাপারটা ভালো। এবারই প্রথম বোধহয়, বাংলাদেশের ক্রিকেটে, এতজন হাই কোয়ালিটি বোলার থেকে আমাদের বেছে নিতে হবে। প্রত্যেক বোলার জানে প্রতিযোগিতা কতটা। তাই প্রতিদ্বন্দ্বিতা অনেক। সংখ্যায় বেশি হলে প্রতিযোগিতাও বেড়ে যায়।’
