ইতিহাস গড়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্তমে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
রাঁচিতে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। কোহলির ১৩৫ রানের উপর ভর করে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৯ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ৩৩২ রানে গুটিয়ে ১৭ রানে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা।
রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেন কোহলি। তার সাথে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো শতকের দেখা পান ঋুতুরাজ গায়কোয়াড়। দু’জনের জোড়া সেঞ্চুরি ও অধিনায়ক লোকেশ রাহুলের ঝড়ো ইনিংসে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫৮ রান করে ভারত। কোহলি ১০২, গায়কোয়াড় ১০৫ ও রাহুল ৪৩ বলে অপরাজিত ৬৬ রান করেন।
৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইডেন মার্করামের সেঞ্চুরিতে ৪ বল বাকী থাকতে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ১১০ রান করে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটের জয়ে বড় অবদান রাখেন মার্করাম। পাশাপাশি ম্যাথু ব্রিটস্কির ৬৮ ও ডেওয়াল্ড ব্রেভিসের ৫৪ রানও প্রোটিয়াদের জয়কে সহজ করেছে।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৯৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার জয় ৫২ ম্যাচ এবং ভারতের জয় ৪১ ম্যাচে। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ভারত দল : লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঋসভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, ঋুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদ্বীপ সিং, ধ্রুব জুরেল।
দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, রুবিন হারম্যান, মার্কো জানসেন, কর্বিন বশ, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, প্রেনেলান সুব্রায়ান, ওটনিল বার্টম্যান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















