শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আগামী ১৭ জুন। তার আগে গলে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। তবে এই অনুশীলনে ছিলেন না দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
প্রথম দিনের অনুপস্থিতি নিয়ে অনুশীলন মাঠে প্রশ্ন উঠতেই জানা যায়, হালকা জ্বরে ভুগছেন মিরাজ। টিম ম্যানেজমেন্টের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিশ্রামেই ছিলেন তিনি, যাতে দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে যুক্ত হতে পারেন। এ বিষয়ে চিন্তার কিছু নেই বলেও জানায় দলীয় সূত্র।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই ভাগে করে শ্রীলঙ্কায় পৌঁছায় বাংলাদেশ টেস্ট দল। সেখানে পৌঁছেই তারা হালকা জিম সেশন ও একটি ভলিবল ম্যাচ খেলে শরীর গরম করে। এরপর রবিবার মাঠে নামেন শান্ত, মুশফিক, নাহিদ রানা ও জাকের আলিরা। কিন্তু মিরাজের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মেহেদী হাসান মিরাজ সম্প্রতি জাতীয় ওয়ানডে দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। টেস্ট সিরিজের পর ২, ৫ ও ৮ জুলাই তিনটি ওয়ানডেতে নেতৃত্ব দেবেন তিনি। ফলে তার সুস্থতা নিয়ে দলের প্রত্যাশাও অনেক।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে গলে, দ্বিতীয় ম্যাচ হবে ২৫ জুন থেকে কলম্বোতে। এরপর শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, যেখানে নতুন ভূমিকায় দেখা যাবে মিরাজকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















