ভারত-পাকিস্তান মহারণের আগে নিজেদের মনোবাল বাড়িয়ে নিতে আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে ভারত। দুপুর আড়াইটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ভারত বিশ্বকাপ জিতবে ঘরের মাঠে, এমন প্রত্যাশা নিয়ে এবারের আসর শুরু হয়েছে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। নানা অব্যবস্থাপনা নিয়ে শুরু হওয়া আসর নিয়ে অনেক সমালোচনা ছিল। বিশেষকরে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি নিয়ে অনেক সমালোচনা হয়েছে।
সমালোচনা হচ্ছে ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের আউট ফিল্ড নিয়েও। এতোটাই যে, এই স্টেডিয়ামে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত আইসিসি।
সেসব কারণে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম নিয়ে যেন বাড়তি সতর্ক আয়োজকরা। ম্যাচের আগের দিনও দেখা গেলো ব্যস্ত সময় পার করছেন সংস্কার কর্মীরা। স্পন্সর প্রতিষ্ঠানের কর্মীরাও তাদের চাহিদামাফিক সবকিছু প্রস্তুত করছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















