বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য বাঁচা মরার লড়াই হতে পারতো। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল তা হতে দেননি। আফগানিস্তানের বিপক্ষে তার অসাধারণ এক ইনিংস বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচটি ভিন্ন রূপ পেয়েছে। এখন অস্ট্রেলিয়ার নয়, বাংলাদেশের বাঁচা মরার লড়াই। অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছে, কিন্তু বাংলাদেশ পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়নি।
আট ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। তাদের এ অবস্থান পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা ও শঙ্কা দুটোই রয়েছে। জয় পেলেই টাইগাররা সপ্তম স্থানে উঠে আসবে, নিশ্চিত হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। অন্যদিকে হারলে নবম স্থানে নেমে যাওয়ার শঙ্কা রয়েছে।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশকে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামতে হবে। সাকিবের পরিবর্তে দলে আসতে পারেন নাসুম আহমেদ অথবা মেহেদি হাসান। এছাড়া আজ নিয়মিত ওপেনার তানজীদ হাসানকে নাও দেখা যেতে পারে। ব্যর্থতার কারণে তাকে দলের বাইরে রাখা হতে পারে। টুর্নামেন্টে আট ইনিংসে একটি মাত্র হাফ সেঞ্চুরি তার। সে ক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যেতে পারে দেশ থেকে উড়ে যাওয়া এনামুল হককে।
অস্ট্রেলিয়া দলেও পরিবর্তন আসতে পারে। আফগানিস্তানের বিপক্ষে দলে ছিলেন না স্টিভ স্মিথ। বাংলাদেশের বিপক্ষে ফিরতে পারেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন। তার খেলা নিয়েও শঙ্কা রয়েছে। তবে স্মিথ ও ম্যাক্সওয়েল যদি দলে থাকেন তাহলে অস্ট্রেলিয়া প্রথমবারে মতো পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে। স্মিথ মাঠে নামলে মার্নাস লাবুশেন অবথা মার্কাস স্টয়নিস- যে কোনো একজন দর্শক হয়ে থাকতে হবে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার আধিপত্য স্পষ্ট। ২০ ম্যাচের ১৯টিতে অস্ট্রেলিয়ার জয়, বাংলাদেশ মাত্র একটিতে জয় পেয়েছে। বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়েছে দল দুটো। প্রতিবারই জয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া। তবে ২০১৯ সালের বিশ্বকাপের পর এ দুই দল এখনো পর্যন্ত মুখোুমখি হয়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















