অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে স্পিনার ছাড়াই মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান দল। মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল, যা দিয়ে পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তাঁর নেতৃত্বের যাত্রা শুরু করবেন।
সিরিজ শুরুর আগেই পাকিস্তানের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করা হয়েছে, যেখানে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। দলে রাখা হয়েছে চার পেসার— শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, এবং মোহাম্মদ হাসনাইন। স্পিনারের অনুপস্থিতিতে এই ম্যাচে পাকিস্তানের বোলিং আক্রমণ হবে পুরোপুরি পেসনির্ভর।
পাকিস্তান তাদের সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে প্রায় এক বছর আগে, ইংল্যান্ডের বিপক্ষে ভারত বিশ্বকাপের ম্যাচটি ছিল তাদের শেষ ওয়ানডে। তখন দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। তবে সেই ম্যাচের পর পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন এসেছে। বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং মোহাম্মদ রিজওয়ানকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি পাকিস্তান দলের কোচ এবং নির্বাচক কমিটিতেও পরিবর্তন এসেছে।
প্রথম ওয়ানডের একাদশে বাবর আজম আছেন এবং ওপেনার হিসেবে দেখা যাবে সাইম আইয়ুবকে, যিনি ফখর জামানের জায়গায় খেলবেন। মিডল অর্ডারে নতুন সংযোজন কামরান গুলাম, যিনি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া ওয়ানডে অভিষেক হচ্ছে মোহাম্মদ ইরফান খানের।
পাকিস্তান একাদশ-
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কামরান গুলাম, সালমান আগা, ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















