সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। নিজ দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয় পেলেও দ্বিতীয় টেস্টে হেরেছে। টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে হেরেছে। আজ লাহোর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। আজকের ম্যাচ পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই। আর দক্ষিণ আফ্রিকার জন্য সিরিজ নিশ্চিতের লড়াই। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তান প্রথম ম্যাচে ব্যাটে-বলে কোথাও লড়াই করতে পারেনি। বোলারদের তুলোধুনো করে দক্ষিণ আফ্রিকা রান পাহাড় গড়েছিল। বিশেষ করে ওপেনার রেজা হেনড্রিকসের কাছে পাক বোলাররা অসহায় আত্মসমর্পন করেছিল।
ব্যাট হাতে টেস্টের ব্যর্থতা বয়ে চলেছে পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টেস্ট হেরেছিল স্বাগতিক দল। প্রথম টি-টোয়েন্টিতে তার ব্যতিক্রম হয়নি। সাবেক অধিনায়ক বাবর আজমের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তার ওপর দল আস্থা রাখতে চেয়েছিল। তার ব্যাটের দিকে চেয়ে ছিল দল। কিন্তু রানের খাতা খুলতে পারেননি। অথচ টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার দ্বারে দাঁড়িয়ে তিনি। মাত্র ৯ রান করলেই সর্বাধিক করার কীর্তি গড়বেন তিনি। আজ দলে থাকলে হয়তো রেকর্ডটা নিজের করে নিতে পারেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। কয়েক দিন আগে ক্রিজে নামলেই রানের ফোয়ারা ছুটিয়েছেন, সেই বাবর এখন ব্যর্থদের তালিকায় নেতৃত্ব দিচ্ছেন। একের পর এক ম্যাচে হতাশ করে চলেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











