আফ্রিদিকে হটিয়ে রোহিতের বিশ্ব রেকর্ড । প্রেনেলান সুব্রায়েনকে টানা দুই ছক্কায় শাহিদ আফ্রিদির পাশে বসলেন রোহিত শার্মা। এরপর মার্কো ইয়ানসেনকে আরেকটি মেরে ওয়ানডেতে ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের বিস্ফোরক ওপেনার।
রাঁচিতে আজ রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন রোহিত। এই সংস্করণে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটার এখন তিনি। ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন রোহিত। ২৭৭ ওয়ানডে খেলে তার ছক্কা হলো এখন ৩৫২টি।
ওয়ানডে ক্রিকেটে এতদিন সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ছিল আফ্রিদির। পাকিস্তানের সাবেক অধিনায়ক ৩৯৮ ম্যাচে মেরেছিলেন ৩৫১ ছক্কা। তালিকায় তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৩০১ ওয়ানডেতে ৩৩১ ছক্কা হাঁকান বাঁহাতি ওপেনার। তিনশ ছক্কা নেই আর কারো।
এছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি মাহমুদউল্লাহর। ২৩৯ ম্যাচে ১০৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। আর কেবল তামিম ইকবাল (১০৩) ও মুশফিকুর রহিমের (১০০) আছে একশটি ছক্কা।
আফ্রিদির থেকে দুই ছক্কা কম নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে এদিন ব্যাটিংয়ে নামেন রোহিত। পঞ্চদশ ওভারের প্রথম বলে অফ স্পিনার সুব্রায়েনকে স্লগ সুইপে বাউন্ডারির বাইরে উড়িয়ে ফেলেন তিনি। স্পর্শ করেন ৩৫০ ছক্কার মাইলফলক। পরের বলটি হাঁটু মাটিতে নামিয়ে কাউ কর্নার নিয়ে ওড়ান রোহিত। আর সেই সঙ্গে স্পর্শ করেন আফ্রিদির রেকর্ড। ২০তম ওভারের চতুর্থ বলে ইয়ানসেনকে পুল শটে বিশ্ব রেকর্ডটি নিজের করে নেন ভারতের সাবেক অধিনায়ক। ইয়ানসেনের পরের ওভারে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমে ফেরেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















