এশিয়া কাপের লড়াই সামনে রেখে আজ (রোববার) দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। এই বহরে ছিলেন মোট ১৩ জন সদস্য, তাদের সঙ্গে ছিলেন ব্যাটার জাকের আলি অনিকও। যাত্রার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
জাকের জানান, সাম্প্রতিক সময়ে দলের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। তিনি বলেন, “ড্রেসিংরুমের পরিবেশ সবসময়ই ইতিবাচক থাকে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ পর্যন্ত আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। আমরা এশিয়া কাপে ভালো কিছু করতে চাই।”
বড় টুর্নামেন্টে চাপ সামলানোর বিষয়ে জাকেরের বিশ্বাস— প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দেওয়া দরকার। তার ভাষায়, “এভাবেই খেলতে হবে। বড় টুর্নামেন্ট হোক বা সিরিজ— মানসিকতা একই রাখতে হবে। আমরা দল হিসেবে চাই প্রতিটি ম্যাচে বেসিক মেনে খেলতে।”
টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে সমালোচনা শুনতে হয় বাংলাদেশ দলকে। তবে জাকের বলছেন, তাদের উদ্দেশ্য কারও জবাব দেওয়া নয়— বরং নিজেদের খেলাটা খেলা। “কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা শুধু আমাদের ক্রিকেট খেলব, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















