বাজে ফর্মের কারণে চলতি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শামিম হোসেন। শামিম বাদ পড়ায় হতাশ হয়েছেন অধিনায়ক লিটন দাস। জাতীয় দল নির্বাচনে তার মতামত না নিয়েই নাকি নির্বাচকরা ঘোষণা করেছে নির্বাচকরা। বিসিবির নির্বাচকদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করেছেন লিটন কুমার দাস।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট এনি নোটিশ। আমি এত দিন জানতাম যে একটা দল যখন মানুষ হ্যান্ডেল করে, অন্তত অধিনায়ক জানে যে কোন খেলোয়াড়টা ঢুকবে, কোন খেলোয়াড়টা আউট হবে।’
দল ঘোষণার আগে মতামত না নেওয়ার বিষয়ে লিটন আরও বলেন,‘আমাকে বলা হয়েছে, নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেওয়া হবে, সেই দলটা নিয়েই কাজ করতে হবে। আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই। আমি এত দিন জানতাম, যে যখন অধিনায়ক হয়, তার একটা দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















