ব্যর্থতা ভুলে ২০২১ সালের পর ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারলেও পরে টানা দুই টেস্ট জিতে সিরিজ জিতে নিয়েছে শান মাসুদের দল। টেস্ট সিরিজ জয়ের উৎসবের মধ্যেই পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির সভাপতি রমিজ রাজা শান মাসুদকে প্রশ্ন করতে গিয়ে দলের ব্যর্থতা ও হতাশার অতীত টেনে আনেন।
তবে দলের সাফল্যের প্রশ্ন করতে গেলে যে ব্যর্থতার অতীত আসবেই। কিন্তু রমিজ কঠোর সমালোচনার মুখে পড়েছেন তাঁর প্রশ্নের ধরন নিয়ে। এ ঘটনায় পিসিবি তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম।
অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের আগে শান মাসুদ অধিনায়ক হিসেবে টানা ৬ ম্যাচ হেরেছিলেন। বাংলাদেশের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। আর সেই প্রসঙ্গে তুলে রমিজ প্রশ্ন করেন-টানা ৬টি টেস্টে কীভাবে হারলে?
আর ম্যাচ শেষে স্পোর্টস সেন্ট্রালে দেওয়া সাক্ষাৎকারে শান মাসুদকে প্রথমে প্রশ্নটি করেছিলেন সঞ্চালক জয়নাব আব্বাস। তখন তাঁর মুখ থেকে প্রশ্নটি কেড়ে নিয়ে রমিজ হাসতে হাসতেই বলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’
অবশ্য পাকিস্তানের অধিনায়ক শান মাসুদও উত্তর দিয়েছেন হাসতে হাসতে! উত্তরে মাসুদ বলেন,‘রমিজ ভাই, আসলে এটাকে বাজে একটা রাতের মতো মনে হয়েছে। ’
আর এরপরই শান মাসুদকে থামিয়ে রমিজ বলেন, ‘এই খারাপ সময়ে তোমার পাশে কে ছিল? তখন শান মাসুদের উত্তরে, ‘অনেক মানুষ। পরিবার তো আছেই, ক্রিকেট পরিবারও পাশে ছিল। ’ রমিজের এমন বাজে প্রশ্নে ক্ষুব্ধ হয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটাররা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















