সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ ২০২৫-এর সময় ও ভেন্যু অবশেষে চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ২৬ জুলাই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হলেও, তখন নির্ধারিত হয়নি কোন ম্যাচ কোথায় এবং কখন শুরু হবে। এবার নিশ্চিত হয়েছে—বাংলাদেশ তাদের তিনটি গ্রুপপর্বের ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৮টায়।
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই। আসরের ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে। ভারত প্রাথমিকভাবে আয়োজক থাকলেও রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতায় ভেন্যু পরিবর্তন করে আয়োজন তুলে দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের হাতে।
বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। অন্যদিকে, ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এ গ্রুপের অধিকাংশ ম্যাচই হবে দুবাইয়ে, একটি ম্যাচ হবে আবুধাবিতে।
বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার এবং ১৬ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। “বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সুপার ফোর ও ফাইনালসহ সব ম্যাচ”—বলে জানিয়েছে এসিসি।
চলতি আসরে প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শ্রীলঙ্কা ও আফগানিস্তান বরাবরই চ্যালেঞ্জিং প্রতিপক্ষ। ফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের বিকল্প নেই।
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচসূচি:
📅 ১১ সেপ্টেম্বর — বনাম হংকং
📅 ১৩ সেপ্টেম্বর — বনাম শ্রীলঙ্কা
📅 ১৬ সেপ্টেম্বর — বনাম আফগানিস্তান
📍 স্থান: জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
🕗 সময়সূচি: রাত ৮টা (বাংলাদেশ সময়)
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















