এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় এক মাস আগে। কিন্তু ট্রফি নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও এখনো সেই ট্রফি হাতে পায়নি তারা। জানা গেছে, এশিয়া কাপের ট্রফিটি বর্তমানে রয়েছে দুবাইয়ে আইসিসির দপ্তরে, যেখানে তা আটকে আছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির সিদ্ধান্তে।
বিসিসিআই সূত্রে জানা গেছে, ট্রফি বুঝে পেতে নাকভিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিয়ম অনুযায়ী এসিসির সভাপতির হাত থেকেই ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও, ভারতীয় বোর্ড আগেই জানায়—তারা নাকভির কাছ থেকে ট্রফি নিতে চায় না। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন নাকভিও, আর সেখান থেকেই শুরু হয় নতুন বিতর্কের সূচনা।
‘ইন্ডিয়া টুডে’-কে বিসিসিআই সচিব দেবজিৎ শাইকীয়া বলেন, “আমরা নাকভিকে চিঠি পাঠিয়েছি। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, ট্রফিটি মুম্বাইয়ে বোর্ড অফিসে পাঠিয়ে দিতে হবে।” তিনি আরও জানান, “আমরা ধাপে ধাপে বিষয়টি এগোচ্ছি। যদি নাকভির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসে, তাহলে আমরা আইসিসির দ্বারস্থ হবো।”
উল্লেখ্য, পুরো এশিয়া কাপ জুড়েই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নানা বিতর্ক ছড়িয়েছিল। টসের সময় সালমান আলি আগার সঙ্গে হাত না মেলানো থেকে শুরু করে ম্যাচশেষে সৌজন্য বিনিময় না করা—তিন ম্যাচেই এমন আচরণ দেখা গেছে দুই দলের ক্রিকেটারদের মধ্যে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















