দেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার সম্ভাবনা প্রবল থাকলেও তা বাস্তবায়ন করতে পারেননি শান্ত-মুশফিকরা। যদিও নতুন সম্ভাবনা নিয়ে এবার নিউজিল্যান্ডের মাটিতে দুই ফরম্যাটের সিরিজ খেলবে টাইগাররা। নতুন জার্সিতে কিউইদের মাঠে জয়ের স্বপ্ন নিয়ে ইতিমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের একাংশ।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাত্রা করেছে টিম টাইগারস। প্রথম ওয়ানডে ম্যাচে দুই দলের লড়াই শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর, তার আগে হবে একটি প্রস্তুতি ম্যাচ। এই সিরিজে দলে থাকবেননা সাকিব আল হাসান। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনদের সাথে দেশ ছেড়েছেন তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও মুশফিক হাসানরা ।
টেস্ট সিরিজ খেলা ক্রিকেটারদের কিছুটা বিশ্রামের সময় দিয়ে তারপর পাঠানো হবে। সোমবার দেশ ছাড়বেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের প্রথম দলের সাথে নিউজিল্যান্ডে গিয়েছেন সহকারী কোচ নিক পোথাসও।
নিউজিল্যান্ড পৌঁছে দুইদিন টানা অনুশীলন করবেন আফিফ-লিটনরা। এরপর ১৪ তারিখ প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দুই দলের। ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাকি দুই ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর নেলসন ও নেপিয়ারে।
তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৭, ২৯ ও ৩১ তারিখে।
নিউজিল্যান্ডে যাওয়ার আগে এনামুল হক বিজয় জানিয়েছেন, ‘সবাই ভালো খেলার চেষ্টা করবে। দলে ফিরতে পেরে নিজের সন্তুষ্টি প্রকাশ করে বিজয় আরও বলেন সুযোগ পেলে নিজেকে শতভাগ উজাড় করে মেলে ধরার চেষ্টা করবেন। ২০১৫ সালে নিউজিল্যান্ডের মাটিতেই ইনজুরিতে পড়েছিলেন বিজয়। এবার ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে চান বলেও জানান একটা সময় দারুণ সম্ভাবনা জাগানো এই ক্রিকেটার।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে যারা থাকছেনঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
টি টোয়েন্টি স্কোয়াডে যারা থাকছেনঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














