নিউজিল্যান্ড সফরটা ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ পর্যন্ত দুঃস্বপ্ন হয়েই রইল। টি–টোয়েন্টিতে এক ম্যাচে সান্ত্বনা পেলেও ওয়ানডে সিরিজে আর সেই স্বাদটাও ফিরে পায়নি শাই হোপের দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ক্যারিবীয়রা, ফলাফল ৩-০ ব্যবধানে ধবলধোলাই।
শনিবার (২২ নভেম্বর) হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১৭ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট হাতে ৩৬.২ ওভারের বেশি টিকতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ; মাত্র ১৬১ রানে অলআউট হয়ে যায় তারা।
১৬২ রানের লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা ছিল দুশ্চিন্তার। ৩২ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটার ফিরলে ইনিংসে চাপ নেমে আসে। কিন্তু এরপরই ম্যাচ ঘুরিয়ে দেন মার্ক চাপম্যান। ৬৩ বলে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস দলকে স্থিরতা এনে দেয়। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েল ৩১ বলে অপরাজিত ৪০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৩০.৩ ওভারে।
এর আগে টসে জিতে ব্যাটিং নিয়ে ঝোড়ো শুরু করলেও সেটিকে বড় স্কোরে রূপ দিতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড বোলারদের ধারাবাহিক আক্রমণে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। ৮২ বল হাতে থাকতেই ১৬১ রানে গুটিয়ে যায় পুরো দল। রোস্টন চেজ করেন সর্বোচ্চ ৩৮ রান, ৫১ বলে।
নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন ম্যাচসেরা ম্যাট হেনরি। ৪৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন তিনি। জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার নেন ২টি করে উইকেট। পুরো সিরিজে ৭ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জেতেন পেসার কাইল জেমিসন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















