বিশ্বকাপে রাউন্ড রবিন লিগে আজ পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ রান উৎসব করেছেন। চার ও ছয়ের উৎসব করেছেন তারা। বাঁচা মরার লড়াই জানবাজি রেখেছে ব্যাটিং করেছেন দলের এই ওপেনার। আর তাতেই অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুরেছে বিদ্যুত গতিতে। স্কোর বোর্ডের চেহারা পরিবর্তন হয়েছে মুহুর্তে মুহুর্তে। দুই ওপেনারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। আর তাতেই গুরুত্বপূর্ণ ম্যাচে রানের পাহাড়ে চড়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে তাদের সংগ্রহ ৩৬৭ রান।
গত তিন ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটাররা রান পায়নি, পাকিস্তানের বোলারদের বিপক্ষে যেনো তারই প্রতিশোধ মিশনে নেমেছিল দলটি। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ ২৫৯ রানের পার্টনারশিপ গড়েছেন। এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ এটি। সর্বোচ্চ রানের পার্টনারশিপ নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্র’র। তারা অপরাজিত ২৭৩ রানের জুটি গড়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। অল্পের জন্য তাদের ছাড়িয়ে যেতে পারলেন না ওয়ার্নার ও মার্শ জুটি। শাহিন শাহ আফ্রিদি এ জুটিতে ভাঙ্গন ধরান। ৩৪তম ওভারে দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই এ জুটি ভাঙ্গেন তিনি।
১২১ রানের ঝলমলে ইনিংস খেলেছেন মার্শ। ১০৮ বলে তিনি ইনিংসটি সাজিয়েছিলেন। ওভার বাউন্ডারি ছিল ৯টি। আর বাউন্ডারি ১০টি। ডেভিড ওয়ার্নারও ৯টি ওভার বাউন্ডারি মেরেছেন। তবে তার ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারির মার। ১২৪ বলে তিনি ১৬৩ রান করেছেন।
আফ্রিদির ওভারটা অবশ্য শুরু হয়েছিল নাজুকভাবে। তাকে মার্শ দুইবার বাতাসে ভাসিয়ে সীমানা পার করেছিলেন। ওভারের পঞ্চম বলে তিনি শর্ট ফাইন লেগে উসামা মীরের হাতে ধরা পড়েন। পরের বলেই নতুন ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরত পাঠান আফ্রিদি। মিড অনে ধরা পড়েন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার দুই ওপেনার ছাড়া আর কেউ রান পায়নি। তৃতীয় সর্বোচ্চ রান করেছেন মার্কাস স্টয়নিস। ২১ রান করেন তিনি। স্টয়নিসের চেয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে বেশি রান এসেছে অতিরিক্ত খাত থেকে। ২৫ রান পেয়েছে তারা অতিরিক্ত খাত থেকে।
শাহিন আফ্রিদি অবশেষে উইকেটের দেখা পেয়েছেন। দুইবার তিনি হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছেন। একবার দ্বিতীয় স্পেলের শুরুর ওভারে। আর পরেরবার ইনিংসের শেষ ওভারে। তবে কোনোবারই হ্যাটট্রিক হয়নি। শেষ পর্যন্ত ৫ উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। ১০ ওভারে ৫৪ রানে ৫ উইকেট পেয়েছেন তিনি। হারিস রউফ ৮৩ রানে পেয়েছেন ৩ উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















