শুরু হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টেও স্বাগতিক দল টস জয়ের পর ব্যাটিং করেছে। প্রথম দিনটা তারা ভালোই কাটিয়েছে। ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৯ রান করেছে।
পাকিস্তানের অবস্থাটা আরও একটু ভালো থাকতে পারতো। আবার সম্ভাবনা ছিল দক্ষিণ আফ্রিকা বোলারদের স্বস্তির হাসিটা আরও প্রশস্ত হওয়ার। কিন্তু বেশ কিছু ক্যাচ ধরতে ব্যর্থ হওয়ায় প্রোটিয়াদের হাসিট প্রশস্ত হয়নি, বরং স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।
পাকিস্তানের স্কোর বোর্ডটা চোখের শান্তির জন্য যথেষ্ঠ আকর্ষনীয়ও ছিল। ব্যাটারদের ব্যর্থতা রয়েছে তবে প্রথম দিন শেষে সেখানে ছিল না কোনো সিঙ্গেল ডিজিটের রান। সবাই দুই অঙ্কের রান করেছেন। অধিনায়ক শন মাসুদ সে লড়াইয়ে দিয়েছেন নেতৃত্ব। হতাশাও রয়েছে কিছুটা তার। সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছিলেন, কিন্তু পাননি। ৮৭ রানে আউট হয়েছেন তিনি।
ওপেনার আব্দুল্লাহ শফিকও যথেষ্ঠ অবদান রেখেছেন। ৫৭ রান তার সংগ্রহ। জীবনও পেয়েছে। তবে ব্যর্থতা থেকে এখনো নিজেকে মুক্ত করতে পারেননি সাবেক অধিনায়ক বাবর আজম। এক সময় রানের সঙ্গে গড়ে ওঠা সখ্যতায় এখন যেন চিড় ধরেছে। রানের সঙ্গে মিতালিটা আর সেভাবে জমছে না। মাত্র ১৬ রানে শেষ হয়েছে তার এবারের ইনিংস। ২২ বলে তিন বাউন্ডারিতে কেশব মহারাজের বলে ডি জর্জির হাতে ধরা পড়েন।
সৌদ শাকিল ও সালমান আঘা রয়েছেন অপরাজিত। শাকিল অপেক্ষায় রয়েছেন হাফ সেঞ্চুরির। ৪২ রানে নট আউট তিনি। আর সালমান আগা ১০ রানে। কেশব মহারাজ ও সিমন হারমার ছিলেন সফল বোলার। উভয়ে দুটো করে উইকেট নিয়েছেন। আর কাগিসো রাবাদা পেয়েছেন এক উইকেট।
এই ম্যাচে অভিষেক হয়েছে পাকিস্তানের ৩৮ বছর বয়সী স্পিনার আসিফ আফ্রিদির।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















