ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটার গুরুতর চোটে পড়লে চোট নিয়েই খেলতে হতো। কখনও আবার ১১ জনের সঙ্গে তখন লড়তে হয়েছে ১০ জনকে। অবশেষে এই পরিস্থিতি ঠেকাতে ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), যার নাম দেওয়া হয়েছে ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট।’
ভারতীয় বোর্ডের আওতায় একাধিক দিনের ম্যাচের টুর্নামেন্ট যেগুলো। সেই ম্যাচগুলোতে প্রযোজ্য হবে এই বদলি। নতুন মৌসুম শুরুর টুর্নামেন্ট দুলিপ ট্রফি থেকেই কার্যকর হবে তা। ভারতের চারটি অঞ্চল নিয়ে চারদিনের ম্যাচের এই আসর শুরু আগামী ২৮ অগাস্ট। ভারতের মূল প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রাঞ্জি ট্রফিতেও থাকবে এই বদলির নিয়ম।
খেলা শুরুর পর কোনো ক্রিকেটার গুরুতর চোট পেলেই কেবল বদলি নেওয়া যাবে। সেটি হতে হবে (এক্সটারনাল) চোট। যেমন বড় কোনো আঘাত, চিড় ধরা বা বড় ধরনের কেটে যাওয়ার মতো কিছু। হ্যামস্ট্রিং বা ক্র্যাম্প, স্ট্রেইন কিংবা এই ধরনের সমস্যায় বদলি মিলবে না।
সম্প্রতি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে রিশাভ পান্ত ও ক্রিস ওকসের চোট নিয়ে ব্যাটিংয়ের নামার ঘটনার পর ভারতীয় বোর্ডের সভায় আলোচনা হয় এই বদলির নিয়ম নিয়ে। ওই সিরিজে পায়ে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়ার পরও দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামেন পান্ত। পরে শেষ টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া ওকস পরে দলকে রক্ষায় মাঠে নামেন এক হাত স্লিংয়ে ঝুলিয়ে আরেকহাতে ব্যাট নিয়ে।
এমন গুরুতর চোটের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে বদলি নামানোর প্রয়োজনীয়তা নিয়ে নানা আলোচনা-বিতর্ক চলছে। ওই টেস্ট সিরিজেই যেমন ভারতের কোচ গৌতাম গাম্ভির বলেছিলেন, তিনি এমন বদলির নিয়ম চালুর পক্ষে। তবে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস আবার পক্ষে ছিলেন না। আইসিসি গত জুনে জানায়, সদস্য দেশগুলো চাইলে ঘরোয়া ক্রিকেটে এটি চালু করতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















