জাতীয় দল যখন বিদেশ সফরে ব্যস্ত, তখন মিরপুরে আলাদা আবহে চলছে কিছু ক্রিকেটারের অনুশীলন। শনিবার সকালে হোম অব ক্রিকেটে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য—সাউন্ডবক্সে গান বাজছে আর মাঠজুড়ে চলছে ক্রিকেটারদের প্রাণবন্ত অনুশীলন।
আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, জাকের আলি, মুশফিক, হাসানদের দেখা গেল প্রাণচাঞ্চল্যে ভরপুর এক সেশনে। তাদের অনুশীলন তদারক করছেন বিসিবির ফিটনেস ট্রেইনার ইফতেখার ইসলাম ইফতি। তিনিই বড় একটি সাউন্ডবক্স সঙ্গে এনেছেন। ইংরেজি, পাঞ্জাবি কিংবা হিন্দি গান বদলে বদলে বাজিয়ে তিনি অনুশীলনের মাঝে যোগ করেছেন বাড়তি উৎসাহ।
সেন্টার উইকেটে রানিং, থ্রো ও স্কিল ট্রেনিং শেষে একাডেমি ভবনের পাশেও চলল ফিল্ডিং অনুশীলন। সেখানে সাউন্ডবক্স নিয়ে হাজির হন ইফতি। ডাইভিং, ক্যাচিং, রিফ্লেক্স ট্রেনিং চলছিল মজাদার গানের ছন্দে। মোবাইলে কেউ ভিডিও করছেন, কেউ নিচ্ছেন ফিডব্যাক।
এর মাঝে দেখা যায় সাদমান ইসলাম, তাইজুল ইসলামদেরও। হাসান মাহমুদ এসে যোগ দেন পরে। টেস্ট দলের কয়েকজন সদস্যের পাশাপাশি পুরনো মুখরাও যেন নিজেকে ফিরে পেতে চাইছেন।
একসময় জাতীয় দলে নিয়মিত থাকলেও আফিফ-রনিদের পারফরম্যান্সে ভাটা পড়ে। তবে এমন আনন্দঘন অথচ কার্যকর অনুশীলন হয়তো ফিরিয়ে আনতে পারে তাদের আত্মবিশ্বাস ও ছন্দ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















