ঘরের মাঠে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হয়ে স্তদ্ধ ভারতীয় ক্রিকেটাঙ্গন। চলছে চুলচেরা বিশ্লেষণ। কোচ গৌতম গম্ভীরের ভাগ্য চিকন সুতায় ঝুলছে। তাকে সরে যেতে হবে কিনা তা নিয়ে আলোচনার শেষ নেই। তবে এ আলোচনার ইতি টেনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের সচিব জানিয়ে দিয়েছেন, এখনই গম্ভীরকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে বোর্ড সচিব বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয় না। এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। আমরা আমাদের দীর্ঘকালীন পরিকল্পনা মোতাবেক চলবো। হার-জিত খেলারই অংশ। কয়েকটা ম্যাচ দেখে সবকিছু বদলে দিতে চাই না। যদি বদলের দরকার পড়ে তাহলে নির্দিষ্ট সময় পরে তা করা হবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে গৌতম গম্ভীরের চুক্তি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত। ব্যর্থতা প্রসঙ্গে বোর্ড সচিব বলেন, আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটাররা অবসরে গেছেন। তাদের জায়গায় নতুনরা এসেছেন। ফলে একটা পরিবর্তনের মাঝ দিয়ে যাচ্ছে আমাদের ক্রিকেট। সে কারণে একটু সময় দরকার। আশা করছি আমরা আবার শীর্ষে চলে আসব।
দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর গৌতম গম্ভীর জানিয়ছিলেন, আমার বিষয়ে আমি কোনো সিদ্ধান্তে আসছি না। সব সিদ্ধান্ত নেবে বোর্ড। এখানে হারলেও মনে রাখতে হবে আমরা ইংল্যান্ডে ভালো করেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতেছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















