আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সে নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যেই সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ, যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। বিসিবি এই টুর্নামেন্টকে দেখছে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড বাছাইয়ের একটি বড় মঞ্চ হিসেবে।
গতবারের মতো এবারও তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে নজর রাখবে নির্বাচক প্যানেল। বিসিবির হেড অব প্রোগ্রামস মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এই ঘরোয়া টি-টোয়েন্টি না হলে বলা কঠিন, আমরা নতুন কাউকে নিতে পারব কি না। যদি ভালো পারফরমার পাই… কারণ অনেক খেলোয়াড় প্রত্যাশামতো পারফর্ম করেনি। যদি ২–১ জন পারফরমার পাই, তাহলে তাদের নিয়ে গড়া যাবে। বিশ্বকাপের জন্য ছয় মাস সময় পাওয়া যাবে।’
বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে বিসিবি ২০ জনের একটি সম্ভাব্য পুল তৈরি করতে চায়। নান্নু বলেন, ‘বিশ্বকাপ নিয়ে এগোতে গেলে ২০ জনের একটা পুল থাকা উচিত।’ এই পুলে জায়গা পেতে এনসিএলের পারফরম্যান্স হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবারের আসরে খেলা হবে তিনটি ভেন্যুতে। উইকেট তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিসিবি যাতে পরিবেশ হয় স্পোর্টিং এবং খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচের মতো পরিস্থিতিতে অভ্যস্ত হতে পারেন।
এনসিএলের চার দিনের ভার্সন শুরু হবে ১৫ অক্টোবর থেকে। সেখানে নতুন উদ্যোগ হিসেবে প্রতিটি দলে একজন ব্যাটার ও একজন পেসার—দুই ধরনের বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে। নান্নু বলেন, ‘টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে আমরা এনসিএলের লংগার ভার্সনে এই প্রস্তাব দেব।’
তবে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে কিছু বাস্তব সমস্যা রয়েছে। অক্টোবর মাসে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ঘরোয়া মৌসুম চলতে থাকায়, ওই সময় আন্তর্জাতিক ক্রিকেটারদের পাওয়া কঠিন হতে পারে।
এদিকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বিসিএলের চার দিনের সংস্করণেও নতুনত্ব আনার ভাবনা চলছে। আলোচনায় রয়েছে, শ্রীলঙ্কা ‘এ’ অথবা আফগানিস্তান ‘এ’ দলের মতো বিদেশি দলকে এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হতে পারে, যা দেশীয় খেলোয়াড়দের জন্য বড় অভিজ্ঞতার সুযোগ করে দেবে।
সবমিলিয়ে এনসিএল এখন শুধু ঘরোয়া লিগ নয়, বরং জাতীয় দলের ভবিষ্যৎ স্কোয়াড গঠনের অন্যতম ভিত্তি হয়ে উঠতে যাচ্ছে। ঘরোয়া পারফরম্যান্স দিয়েই এবার অনেক তরুণের জন্য খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















