একজন নারী ক্রিকেটার নির্বাচক, কোচদের দ্বারা শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বিষয়টি খুবই মর্মান্তিক। সেই সঙ্গে অতীব গুরুতর বিষয়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এমন অভিযোগই করেছেন নির্বাচক মনজুরুল ইসলাম ও কয়েকজন কোচিং স্টাফের বিরুদ্ধে। এরপর বিষয়টি নিয়ে দেশের ক্রীড়াঙ্গন তোলপাড়। এমনকি চুপ করে না থাকতে পেরে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও প্রভাবমুক্ত তদন্তে দোষীদের বিচার চাইলেন। এছাড়া সাবেক ওপেনার তামিম ইকবাল দাবি করেছেন স্বাধীন তদন্ত কমিশন গঠনের।
২০২২ সালের নারী বিশ্বকাপ চলার সময় বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক মনজুরুল ইসলাম ম্যাচ শেষে হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন এবং বিভিন্ন সময়ে গায়ে হাত রেখে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন একত সাক্ষাতকারে এমন অভিযোগ করেছেন জাহানারা।
বিষয়টি নিয়ে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আজ (শুক্রবার) দুপুরে নিজের ফেসবুক পেজে লিখেছেন,‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।’ মাশরাফি প্রভাবমুক্ত হয়ে বিসিবি তদন্ত করবে এমনটাই চান। তিনি আরও লিখেছেন,‘আশা করি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’
এর আগেই সাবেক ওপেনার তামিম ইকবাল ফেসবুক পোস্টে এ বিষয়ে তার দাবি তুলে ধরেন। তিনি লিখেছেন,‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তামিম ইকবাল চান সরকারের পর্যায় থেকে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে এর নিরপেক্ষতা নিশ্চিত করা হোক। তিনি আরও লিখেছেন,‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
ক্রীড়াঙ্গনের নারীদের সঙ্গে বৈষম্য, হেনস্তা, কুরুচিপূর্ণ ও ইঙ্গিতপূর্ণ আচরণের ছোটোখাটো অভিযোগ সবসময়ই হয়েছে। কিন্তু এবার তামিম ইকবাল নির্যাতিত সেই নারীদের জাহানারার মতো সাহসী হয়ে মুখ খোলার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন,‘জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











