আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের লাহোরে ম্যাচটি শুরু দুপুর ৩টায়।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ থেকে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠে নিউজিল্যান্ড। আসরে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারায় কিউইরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় তারা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে দলটি।
অন্যদিকে গ্রুপ বি থেকে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ১০৭ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে সেখান থেকে এক পয়েন্ট পায় দলটি। নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে দ. আফ্রিকা।
এখন পর্যন্ত দুই দল ৭৩টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে দক্ষিণ আফ্রিকার জয় ৪২ আর নিউজিল্যান্ডের জয় ২৬ ম্যাচে। এছাড়া ৫ ম্যাচ পরিত্যক্ত হয়।
দক্ষিণ আফ্রিকা একাদশ : রায়ান রিকেলটন, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইল ও’রোর্ক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















