সারা বিশ্বে টি-টোয়েন্টি খেলা মানেই ব্যাটিংবান্ধব উইকেট। রান বন্যায় মাঠ ভেসে যাওয়া। একদম ব্যাটিং স্বর্গ। যেখানে গতি ও উচ্চতা থাকবে স্বাভাবিক। বল ব্যাটে আসবে স্বাভাবিক গতি ও উচ্চতায়। কোনোরকম মুভমেন্ট কিংবা টার্ন থাকবে না। ব্যাটাররা হাত খুলে বাহারি শটস খেলবেন। চার ও ছক্কায় মাঠ গরম থাকবে। এটিই এই সংস্করণের মূল মন্ত্র।
তাইতো ক্রিকেটের সীমিত ওভারের এই সংস্করণের বিগত আট বৈশ্বিক আসরে প্রতিবারই ছুটেছে রানের ফোয়ারা। বিশ্বের সব বাঘা ব্যাটাররা করেছেন রান উৎসব। এবার এক নজরে দেখে নেয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আট আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক কারা-
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) (২০০৭)-
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০০৭ সালে, দক্ষিণ আফ্রিকায়। সেবার সবচেয়ে বেশি রান করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন। ৬টি বিদ্ধংসী ইনিংস খেলে করেছিলেন ২৬৫ রান। যেখানে সর্বোচ্চ ইনিংস ছিলো ৭৩ রানের।
তিলকারাত্নে দিলশান (শ্রীলংকা) (২০০৯)-
টি-টোয়েন্টি বিশ্বকাপের এরপরের আসর গড়ায় ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে, ২০০৯ সালে। সেবার সর্বোচ্চ রান সংগ্রহ করেন শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলকারাত্নে দিলশান। সেবার ৭ ইনিংসে ৩১৭ রান করেন তিনি। সর্বোচ্চ ছিলো ৯৬ রান।
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) (২০১০)-
এরপরের বছর, অর্থাৎ ২০১০ সালে বিশ্বকাপ আয়োজন হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেবারও সর্বোচ্চ রান সংগ্রাহক আরেক শ্রীলঙ্কান, মাহেলা জয়াবর্ধনে। ৬ ইনিংসে তিনি সংগ্রহ করেন ৩০২ রান।
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) (২০১২)-
২০১২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ হয় এশিয়ায়। সেবারের আসরে নিজ দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও আসরের সর্বোচ্চ রান সংগ্রহ করেন অজি ওপেনার শেন ওয়াটসন। যেখানে ৬ ইনিংসে তাঁর সংগ্রহ ছিলো ২৪৯ রান।
বিরাট কোহলি (ভারত) (২০১৪)-
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক দেশ, বাংলাদেশ। মিরপুরে হওয়া অল এশিয়ান ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। সেবার বিশ্বকাপ না জিতলেও সর্বোচ্চ রান সংগ্রহ করেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। একটি নির্দিষ্ট আসরে যা এখনো সর্বোচ্চ। ৬ ইনিংসে তাঁর রান ছিলো ৩১৯।
তামিম ইকবাল (বাংলাদেশ) (২০১৬)-
ভারতের আয়োজিত হয় ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার সংক্ষিপ্ত ফরম্যাটের এই বৈশ্বিক আসরে সর্বোচ্চ রান তুলে নেন একজন বাংলাদেশি, তামিম ইকবাল খান। সেবার ৬ ইনিংসে তাঁর সংগ্রহ ছিলো ২৯৫ রান। যেখানে ওমানের বিপক্ষে ছিলো একটি সেঞ্চুরিও।
বাবর আজম (পাকিস্তান) (২০২১)-
২০২১ সালে প্রথমবারের মতো দুই সহযোগি দেশ বিশ্বকাপ আয়োজন করে। ওমান আর সংযুক্ত আরব আমিরাতে হওয়া সেবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। কোনো শতক ছাড়াই ৬ ইনিংসে ৩০৩ রান করেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক।
বিরাট কোহলি (ভারত) (২০২২)-
প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডটা বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির দখলে। ২০১৪ সালের পর বৈশ্বিক এই টুর্নামেন্টের সর্বশেষ আসর অর্থাৎ ২০২২ সালে আবারো আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন কোহলি। এই আসরে ৬ ইনিংসে তাঁর রান ছিলো ২৯৬।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















