এশিয়া কাপ ক্রিকেটে নবম শিরোপা জিতলো ভারত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় সূর্য কুমার যাদবের দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৪৬ রানের সংগ্রহ করে পাকিস্তান। ভারতের পক্ষে কুলদীপ যাদব একাই নেন চার উইকেট। এছাড়া দু’টি করে উইকেট পান যসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।
১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় সাত রানে প্রথম, ১০ রানে দ্বিতীয় এবং ২০ রানের সময় তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে তিলক ভার্মার অপরাজিত ৬৯ রান ভারতকে জয়ের বন্দরে নিয়ে যায়।
অবশ্য ভারতের হয়ে জয় সূচক বাউন্ডারি মারেন রিঙ্কু সিং। এর আগে তিলক ভার্মাকে যোগ্য সহচার্য দেন উইকেট রক্ষক সানজু স্যামসন ও শিভাম দুবে। সানজু করেন ২৪ রান। দুবের ব্যাটে আসে ২২ বলে ৩৩ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















